রাজশাহী সোমবার, ৯ই সেপ্টেম্বর ২০২৪, ২৫শে ভাদ্র ১৪৩১


ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন


প্রকাশিত:
২৭ মার্চ ২০২৩ ২১:৪২

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৪৫

ফাইল ছবি

রেল লাইন পার হতে গিয়ে রংপুর রেলস্টেশনের প্লাটফর্মে ট্রেনে কাটা পড়ে রাজু মিয়া(২২) নামে এক যুবকের এক হাত ও দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার শিকার রাজু মিয়ার বাড়ি রংপুর নগরীর আশরতপুর।

সোমবার(২৭ মার্চ) বেলা ১১ টার দিকে রংপুর রেলস্টেশনের প্লাটফর্মেই এই ঘটনাটি ঘটে। রংপুর রেলওয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুর রেলওয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বেলা ১১ টার দিকে রংপুর রেলস্টেশনের প্লাটফর্মে একটি ট্রেন ধীরগতিতে থামার সময় রাজু মিয়া নামের ওই যুবক লাইন পার হওয়ার চেষ্টা করলে এই দুর্ঘটনায় পতিত হয়। পরে আশংকাজনকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রেলওয়ে পুলিশ।

এ বিষয়ে রংপুর রেলস্টেশন মাষ্টার শংকর গাঙ্গুলী জানান, প্লাটফর্মে ট্রেন ধীরে চলে। এই সময়টা অনেকেই জীবনের ঝুকি নিয়ে রেল লাইন পার হওয়ার চেষ্টা করে। এই ঝুকি নেয়ার কারনে ওই যুবকের দুটি পা এবং একটি হাত বিচ্ছিন্ন হয়েছে। যা খুবই দুঃখজনক।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top