মাদরাসার পিকনিকের বাস উল্টে ছাত্র নিহত, আহত ৩০
নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় একটি মাদরাসার শিক্ষাসফরের বাস উল্টে এক ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।
বুধবার (৮ মার্চ) সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মাদরাসাছাত্রের নাম হিমেল শেখ।
ওসি শিবিরুল ইসলাম বলেন, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরের উদ্দেশে রওয়ানা দেয়। এদের মধ্যে বেশিরভাগই শিশু। পথে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত উল্টে যায়।
এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লক্ষীপুর মাদরাসায় চিকিৎসার ব্যবস্থা করেন। এদের মধ্যে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে ঘটনাস্থলে মৃত্যু হয় হিমেলের।
আরপি/এসআর-১১
বিষয়: নিহত সড়ক দুর্ঘটনা
আপনার মূল্যবান মতামত দিন: