মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক

দিনাজপুরের ঘোড়াঘাট থানা কেন্দ্রীয় জামে মসজিদের মিনার পুন:নির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার (১৪ জানুয়ারী) রাত ৮টার দিকে এ কাজের উদ্বোধন করা হয়।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন। মসজিদটির নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ঘোড়াঘাট থানার (ওসি) ও থানা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবু হাসান কবির, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী মন্ডল সহ মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-০২
বিষয়: ঘোড়াঘাট
আপনার মূল্যবান মতামত দিন: