ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধা কাজেম উদ্দিনের দাফন সম্পন্ন

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার কাজিপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী কাজেম উদ্দিন (৮৫) দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে দিনাজপুরে প্রথম জানাজা এবং ঘোড়াঘাট কেন্দ্রীয় কবর স্থান মাঠে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে-খন্দকার শাহানশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট ৪নং ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরাসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীরা জানাজার নামাজে উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-০৬
আপনার মূল্যবান মতামত দিন: