রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চালক-হেলপারের


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২২ ০৫:০৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৭:২০

ছবি: রাজশাহী পোস্ট

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার পৌর এলাকার আজাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশয়ারা গ্রামের সিরাজ শেখের ছেলে ট্রাকচালক শিলন মিয়া (৪০) এবং আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে হেলপার সাইফুল ইসলাম (২২)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বালুবোঝাই এক ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের আজাদমোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুর থেকে বগুড়াগামী পাথরবোঝাই অন্য আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় ট্রাকের চালক। এ সময় গুরুতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবু হাসান কবির আরও জানান, নিহত চালকের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে এবং হেলপারের মরদেহ হাসপাতালে আছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top