চোরাই গরুসহ দুই চোর জনতার হাতে ধরা

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি চোরাই গরুসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। রোববার (২০ নভেম্বর ) দিনগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চাটশাল গ্রামের ছাবেদ আলীর গরুর গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়ে যায়।
গরুর মালিক এবং আসেপাশের লোকজন খোঁজাখুঁজি করলে মাঠের মধ্যে গরু এবং দুইজন চোরকে পেয়ে মারধর করে। থানা পুলিশকে খবর পেয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় আনা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার দামোদরপুর শৌলা গ্রামের মৃত বরিস উদ্দিনের ছেলে সামসুল হক(৫০), চাটশাল সোনার পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মান্নান মিয়া (৩৫)।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, গরু চোরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গরু চুরি রোধে জনসাধারণকে সচেতন করতে বিটপুলিশিং এর মাধ্যমে কাজ অব্যাহত রয়েছে।
আরপি/এসআর-০৭
আপনার মূল্যবান মতামত দিন: