রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


মাদকবিরোধী অভিযানে ডিজিএফআই কর্মকর্তার মৃত্যু


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২২ ২১:০১

আপডেট:
২ মে ২০২৪ ০৩:৫৬

ফাইল ছবি

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাদক চোরাচালানিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‌্যাব ও ডিজিএফআই। এ সময় চোরাচালানিদের ছোড়া গুলিতে ডিজিএফআই’র এক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাবের আরেক কর্মকর্তা।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তুমব্রু শূন্যরেখা এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা।

এছাড়া আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, মাদক চোরাচালানিদের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে দায়িত্বরত এক ডিজিএফআই কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হয়েছে। এছাড়া র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

গোলাগুলির ওই ঘটনার পর সীমান্তবর্তী তুমব্রু বাজারসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, গোলাগুলির পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top