রাজশাহী রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২


ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২২ ১৯:০২

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ২১:১৯

প্রতীকী ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজ মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার (১১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা গ্রামে এ ঘটনা ঘটে।

আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রিয়াজ মিয়া ওই গ্রামের শহর আলী মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাসুক আলী জানান, রিয়াজ মিয়া বাড়ি ফেরার পর ইজিবাইক চার্জ করার জন্য বৈদ্যুতিক লাইনে সংযোগ দেন। এসময় তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top