নোয়াখালীতে ৪ ডাকাত গ্রেফতার
নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনটি ছোরাসহ ৪ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের নন্দনপুর গ্রামের খোনার বাড়ীর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে গ্রেফতার ডাকাতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্য রায়হান উদ্দিন ওরফে রনি (২২) মো. সোহেল কে আটক করা হয়। এ সময় আটককৃতদের হেফাজত থেকে ৩ টি ছোরা ও ডাকাতি কাজে ব্যাবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। এসময় আরো ৬ডাকাত পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তাদের তথ্য মতে ডাকাত দলের আরো দুজন সদস্য আব্দুর রাজ্জাক (২৫) ও মো. নাঈম (২২) কে জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
নোয়াখালীর এসপি মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার ডাকাতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আরপি/ এসএইচ ০২
আপনার মূল্যবান মতামত দিন: