রাজশাহী সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৫শে চৈত্র ১৪৩১


নোয়াখালীতে দেশীয় অস্ত্র উদ্ধার


প্রকাশিত:
১ নভেম্বর ২০২২ ০৩:১৪

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৭:০৭

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ৫টি রাম দা,৫টি লোহার রড়,৫টি স্টিলের পাইপ,৩টি চাপাতি,১০টি কাঠের লাঠি,১টি ছোরা ও ১টি হকিষ্টিক।

রোববার দিবাগত রাতে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের মুন্সি বাড়ির দরজা সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যাক্ত অবস্থায় এই অস্ত্রগুলি উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশের নিয়মিত টহলর সময় একদল কিশোর গ্যাং সদস্যকে পুলিশ চ্যালেন্স করলে তারা একটি বস্তা পেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশী করে দেশীয় অস্ত্রগুলি উদ্ধার করে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরপি/ এসএইচ


বিষয়: নোয়াখালী


আপনার মূল্যবান মতামত দিন:

Top