রাজশাহী বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


বিএনপির সমাবেশ ঘিরে এবার রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২২ ০২:১৫

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ২২:০৭

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে এবার রংপুরে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। প্রশাসনিক হয়রানি ও মহাসড়কে নছিমন করিমন বন্ধের দাবিতে আগামীকাল শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ছয়টা থেকে পরদিন শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক সমিতি।

তবে বিএনপি বলছে, গণসমাবেশে যেন মানুষ আসতে না পারে সেজন্য এই পরিবহন ধর্মঘট।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধসহ অন্যান্য দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে মোটর মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে।

মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক জানান, ধর্মঘট আহ্বানের চিঠি মোটর মালিক সমিতির নেতাদের কাছে পাঠানো হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিভাগীয় গণসমাবেশ আয়োজন করেছে দলটি। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এই গণসমাবেশ হবে।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে গণসমাবেশের ডাক দেয় বিএনপি।

এর আগে ময়মনসিংহ, খুলনার সমাবেশের আগেও পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল৷ যদিও বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরই তা প্রত্যাহার করা হয়। আগামী ৫ নভেম্বর বরিশালের সমাবেশের আগেও ইতিমধ্যে ধর্মঘট ডাকা হয়েছে।

আরপি/ এসএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top