রাজশাহী বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


নোয়াখালীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২২ ০৪:৫৩

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ১১:৫০

সংগৃহিত

নোয়াখালীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো.দাউদ হায়দার সদর উপজেলার উত্তর শুল্যকিয়া গ্রামের মাওলানা মো.আবদুল্লাহ এর ছেলে।  

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার ঢাকার মিরপুর-১ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন,সুধারাম থানার একটি অস্ত্র মামলায় আসামি দাউদ কে আদালত অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করে ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকে আসামি গত ৬ মাস যাবত পলাতক থেকে অন্যত্র গিয়ে আত্মগোপন করে। পরবর্তীতে গতকাল রোববার ঢাকার মিরপুর-১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরপি/ এসএইচ  ১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top