নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী ৮শ’ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।গ্রেফতারকৃত হাবিবুর রহমান সুমন ওরফে ঘোড়া সুমন (৪০) সদর উপজেলার ১১নং নেওয়াজপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুর রবের ছেলে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) গ্রেফতারকৃত আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের সুলতান কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর এসপি মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
আরপি/ এসএইচ 3
আপনার মূল্যবান মতামত দিন: