রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


নোয়াখালীতে ৫ বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২২ ০৪:০৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:১৫

সংগৃহিত

নোয়াখালীর সেনবাগে ৫ বছরের সাজা প্রাপ্ত ৭ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজলোর কেশারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মো.শাহ্জাহান (৫৫) উপজেলার চাঁদপুর গ্রামের মৃত মাষ্টার ইদ্রিসের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি ৭ টি মামলার পরোয়ানা ও ২ কোটি টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামি। তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

আরপি/ এসএইচ ৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top