রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


গুইমারাতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২২ ০৯:০৬

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৪:০১

ফাইল ছবি

পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় যাত্রীবাহী বাসচাপায় নিবারন চাকমা (৫০) নামের একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালক পনেল চাকমা (৩১)।

সোমবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গুইমারা বিজিবি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিবারন চাকমা গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি গ্রামের কালচান চাকমার ছেলে।

জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস তাসপিয়া পরিবহন। যার লাইসেন্স নম্বর: চট্রমেট্রো জ - ১১-০২২১। এ সময় তাসপিয়া নামক বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই যাত্রী আহত হন।

আশঙ্কাজনক অবস্থা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে নিবারন চাকমা মারা যান। আহত মোটরসাইকেল চালক পনেল চাকমা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইগত ব্যাবস্থা নেওয়া হবে।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top