রাজশাহী শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


স্বামী-স্ত্রীর ঝগড়া, গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা


প্রকাশিত:
১০ অক্টোবর ২০২২ ০১:১৯

আপডেট:
১০ অক্টোবর ২০২২ ০১:৩৫

প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে আকলিমা খাতুন (২৬) নামের এক নারী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে ৪নং ঘোড়াঘাট ইউপির বানিয়াল পালশা গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।

রবিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে তার স্বামীর বাড়ির নিজ শয়ন কক্ষে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

ঘোড়াঘাট ৪ নং ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দীর্ঘদিন যাবত গরু পালন করে আসছিল। এই গরু বিক্রয়কে কেন্দ্র করে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। ঝগড়া-বিবাদে এক পর্যায়ে গৃহবধূ আকলিমা খাতুন (২৬) মধ্য রাতে নিজ ঘরে গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে পরে তাকে উপজেলা স্বাস্থ্য- কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষে থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মৃতের আত্মীয় স্ব-জন পাড়া প্রতিবেশীদের আবেদনের প্রেক্ষিতে লাশটি মর্গে না পাঠিয়ে পরিবারের কাছে হস্তান্তার করা হয়।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top