রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


দিনাজপুরে শয়ন কক্ষে ঝুলছিল তরুণীর লাশ


প্রকাশিত:
৩ অক্টোবর ২০২২ ০২:৫২

আপডেট:
৩ অক্টোবর ২০২২ ০৩:১৪

সংগৃহিত

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ি থেকে এক মেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (২আক্টবর ) সকালে উপজেলার ২নং পালশা ইউপির আমরা গ্রামের নিজ শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে নিজের ওরনা দ্বরা অত্মহত্যা করে। নিহত ব্যক্তি হলেন আমরা গ্রামের ইলিয়াছ হোসেন এর মেয়ে ইসরাত জাহান লীমা (২৪)।

স্থানীয়রা জানায়,নিহত ইসরাত জাহান লিমার স্থানীয় এক ছেলের সঙ্গে বিয়ে হয়ে ছিলো এবং তা আড়াই বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। পারিবারিক কোন্দলের কারণে তিনি আত্নহত্যা করতে পারেন বলে ধারণা স্থানীয়দের।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন,সকালে খবর পেয়ে ঘঁনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরপি/ এসএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top