হানিমুন থেকে পালানো নববধূ প্রেমিকসহ গ্রেফতার
হানিমুন করতে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া সেই নববধূ ও তার প্রেমিককে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে বরগুনা জেলার তালতলী থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।
ওসি বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া নববধূ তালতলীতে আত্নগোপনে রয়েছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে তার প্রেমিকসহ গ্রেফতার করি। পরে মহিপুর থানা পুলিশের কাছ হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামে নোমানের ভগ্নিপতি হাসান প্যাদার বাড়িতে আত্মগোপনে ছিলেন তারা। আটক নোমান (২৪) বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান জানান, ঘটনার পরের দিনই ভুক্তভোগী মনিরুলের বাবা বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা তালতলি থানা পুলিশের সহযোগিতায় তাদের আটক করেছি।
এর আগে গত ২০ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় হানিমুনে যান বরগুনা জেলার সিঙ্গাপুর প্রবাসী মনিরুল ইসলাম। সে রাতে সৈকতে মনিরুলের নববধূ নুরে জান্নাত লোকজন নিয়ে স্বামীকে বেধড়ক মারধর করে পালিয়ে যান। ১৬ সেপ্টেম্বর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
আরপি/এসআর-০৪
আপনার মূল্যবান মতামত দিন: