রাজশাহী সোমবার, ১৪ই অক্টোবর ২০২৪, ৩০শে আশ্বিন ১৪৩১


লালপুরে বিষপানে যুবকের আত্মহত্যা


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২২ ০০:১৮

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২২ ০০:১৯

নাটোরের লালপুরে বিষপান করে জনি ইসলাম (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহরকয়া গ্রামের এঘটনা ঘটে। জনি একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের কারণে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন জনি। গত বুধবার রাত সাড়ে ৮ দিকে জনি বিষপান করলে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেইন্টে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে নাটোরে ময়নাতদন্ত জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় লালপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:

Top