রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


হাতিয়াতে পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২২ ০৫:১৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৮:২৫

সংগৃহিত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্য হয়েছে।নিহত দুই ভাই বোন হলো-,মুনতাহা বেগম ও তাহসিন উদ্দিন। তাদের বয়স তিন বছর। তারা উপজেলার তমরদ্দি ইউনিয়নের মো.নবীর উদ্দিনের মেয়ে ও নিজাম উদ্দিনের ছেলে। তারা সম্পর্কে খালাত ভাই-বোন ছিল।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলআমিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু দুটির মা তাদের খাবার খাইয়ে পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। এরপর শিশু দুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। একপর্যায়ে মুনতাহা ও তাহসিন পরিবারের সদস্যদের অগোচরে দুপুরের দিকে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় । ধারণা করা হচ্ছে, একজনকে বাঁচাতে গিয়ে অন্যজনও ডুবে গিয়েছিল। কিছুক্ষণ পর তাদের মা বাড়ির আশপাশের সব জায়গায় খোঁজ করেও না পেয়ে ঘরের পাশে পুকুরে গিয়ে দেখেন একজন ভাসছে। পরে স্থানীয়দের সহযোগিতায় দুই ভাইবোনকে উদ্ধার করে। খবর পেয়ে স্থানীয় পল্লী চিকিৎসক এসে তাদের মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, কোন অভিযোগ না থাকায় তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

আরপি/ এসএইচ ১১


বিষয়: নোয়াখালী


আপনার মূল্যবান মতামত দিন:

Top