রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


বিজয়নগরে আগুন হিমসিম খাচ্ছে ফায়ার সার্ভিস


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২২ ০৬:৩৫

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৯:২০

ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে ১১টি ইউনিটে মোট ১০০ জন ফায়ার সার্ভিস কর্মী কাজ করছেন। সেই সঙ্গে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রওয়ানা হয়েছে।

এদিকে, আগুন নেভাতে পানি সংকট দেখা দিয়েছে। ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশের বাসা থেকে পাইপ দিয়ে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটের দিকে বিজয়নগরের ৭১ হোটেলের পেছনের গলিতে থাকা হামিম গ্রুপের ইলেকট্রনিক্স গোডাউনে (টিভি গোডাউন) এই অগ্নিকাণ্ড ঘটে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

গোডাউনের কর্মচারীরা জানিয়েছেন, সন্ধ্যায় কাজ শেষে তারা গোডাউন বন্ধ করার পরপরই এই অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বিজয়নগর হোটেল ৭১ এর পেছনের একটি ভবনে আগুন লাগে। পরে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। এরপর আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সবমিলিয়ে বর্তমানে ১১টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। এছাড়া খিলগাঁও থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রওয়ানা হয়েছে।

আরপি/ এসএইচ ১৫

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top