ঘোড়াঘাটে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ আগষ্ট) রাত পোনে ৪ টার দিকে উপজেলার নিতায়শা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ঘোড়াঘাট থানা কর্মরর্ত ড্রাইভার কনস্টেবল/১২০৮ ওমর ফারুক মিয়া (৩৮)।
জানা গেছে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আ লিক মহাসড়কে রাত্রকালীন ডিউটি চলাকালীন সময়ে দিনাজপুর ছেড়ে আসা দ্রুতগামী একটি পাথর বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়।
এতে তিনি ছিটকে গিয়ে রাস্তায় পড়লে ট্রাকের পিছনের ডান দিকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। আটককৃত মালিক ও হেলপার বগুড়া জেলার শেখেরকোলা ইউপির ভান্ডারা পাইকার মৃত নাজিম উদ্দীনের ছেলে হাফিজার রহমান লয়ে(৩৮)। তবে চালক পলাতক রয়েছেন।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হাসান কবির বলেন, কনস্টেবল ওমর ফারুক ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
আরপি/ এমএএইচ
বিষয়: পুলিশ সদস্য নিহত ট্রাক চাপা
আপনার মূল্যবান মতামত দিন: