রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


পারিবারিক কোন্দলের কারণে আত্নহত্যা


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২২ ০২:৩৩

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৪০

সংগৃহিত

দিনাজপুরের ঘোড়াঘাটে আম বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ব্যক্তি হলেন পৌরসভার আজাদ মোড় এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে রেজাউল আলম(৪৫)।

সোমবার (২২আগষ্ট ) সকাল ৯ টার দিকে ঘোড়াঘাট পৌরসভার বালুপাড়া আমবাগানে গাছের ডালে রশিতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, নিহত রেজাউল মাদক সেবন করতেন এবং তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় ভাড়া বাড়িতে থাকতেন এবং সেখানে একটি গার্মেন্টসে চাকরি করতেন। পারিবারিক কোন্দলের কারণে তিনি আত্নহত্যা করতে পারেন বলে ধারণা স্থানীয়দের।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন,সকালে ঘোড়াঘাট করতোয়া নদীর পাশে একটি আম বাগানে রেজাউলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মরদেহ আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নী।সবদিক মাথায় রেখে সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরে ঘঁনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয় এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই ।তারা একটি অপমৃত্যের মামলা করেছে।

আরপি/ এসএইচ ০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top