রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


ঘোড়াঘাটে টিসিবি'র পণ্য বিক্রয় শুরু


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২২ ০৩:০৯

আপডেট:
১৯ আগস্ট ২০২২ ০৩:১০

ছবি: ঘোড়াঘাটে টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রম।

সারা দেশে ২ আগস্ট শুরু হলেও আজ দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি ভুর্তিকি মূল্যে টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে ।

বৃহস্পতিবার (১৮ই আগষ্ট) অত্র উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্তরে টিসিবি'র ডিলার মেসার্স কোরায়শী ট্রেডার্স এ বিক্রয় কার্যক্রম শুরু করে।

টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রম এ মাসের শেষ পর্যন্ত চলবে বলে জানান মেসার্স কোরায়শী ট্রেডার্স ডিলার গোলাম জিলালী। তিনি আরো জানান ১৩,৪৯২ জন কার্ডধারী উপকারভোগীর মাঝে সমবন্টনে সরকার নির্ধারিত মূল্যে টিসিবি'র পণ্য বিক্রয় করছেন।

৪০৫ টাকার বিনিময়ে প্রতিটি কার্ডধারী পরিবার ২ লিটার তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মশুর ডাল কিনেছেন। এ বিষয়ে কয়েক জন উপকার ভোগীর কাছে জানতে চাওয়া হলে তারা জানান, বাজারে এসব জিনিস কিনতে গেলে অনেক টাকা লাগতেছে। সরকার এ ভাবে পণ্য বিক্রয় করাতে আমাদের কিছুটা হলেও সাশ্রয় হচ্ছে। এ জন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং এ ধরনের কার্যক্রম যেন ভবিষ্যতে চালু থাকে সে অনুরোধ জানিয়েছেন।

বুলাকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ সদের আলী খন্দকার জানান, প্রতিটি কার্ডধারী পরিবার সরকার নির্ধারিত মূল্যে টিসিবি'র পণ্য ক্রয় করছেন। কোন প্রকার অনিয়ম ছাড়াই ডিলার, মেম্বার ও ট্যাগ অফিসারের সমন্বয়ে সুশৃঙ্খলভাবে টিসিবি'র বিক্রয় কার্যক্রম চলছে।

আরপি/ এসএডি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top