রাজশাহী শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২২ ০১:৫৮

আপডেট:
১৮ আগস্ট ২০২২ ০১:৫৯

ছবি: কবিরহাট থানা

নোয়াখালীর কবিরহাট উপজেলার রামেশ্বপুর গ্রামের একটি পুকুর থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মো.ইয়াসিন (৩২) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের নুরুল হুদা ছেলে।

বুধবার (১৭ আগস্ট) স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে বেলা ১১টার দিকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কবির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামেশ্বরপুর গ্রামে নাসির মোল্লার বাড়ির পাশের পুকুরের মধ্যে ইয়াছিনের ভাসমান লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন। এরপর ঘটনাস্থল গিয়ে বেলা ১১টার দিকে ওই লাশটি উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, নিহতের পরিবার জানিয়েছে ইয়াসিন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলে। সে কাউকে কিছু না বলে বিভিন্ন সময় বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন দিকে চলে যেত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল সন্ধ্যায় সে পুকুরের ঘাটে ওজু করতে নেমে পানিতে পড়ে মারা যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:

Top