রাজশাহী শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩, ১৭ই অগ্রহায়ণ ১৪৩০


সুবর্ণচরে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২২ ০৭:১৩

আপডেট:
১ ডিসেম্বর ২০২৩ ০০:০৩

সংগৃহিত

নোয়াখালীর সুবর্ণচরের খেলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মো.রেজাউল হক (৬) পাংখার বাজার নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার সহকারি শিক্ষক আব্দুল হান্নানের ছেলে এবং একই মাদ্রাসার প্রথম জামাতের ছাত্র ছিল।

সোমবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেরার চর যুব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মধ্য ব্যাগ্যা ১৪নম্বর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, নিহত রেজাউল হক সকালে পাংখার বাজার নূরানী তালিমুল কুরআন মাদ্রাসায় যায়। দুপুরের দিকে সহপাঠীদের সাথে খেলাধূলার এক পর্যায়ে সবার অগোচরে মাদ্রাসার পুকুরে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতেঅিভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরপি/ এসএইচ ১১

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top