রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


শ্যালিকাকে ধর্ষণের পর গর্ভপাত! অতঃপর...


প্রকাশিত:
১০ আগস্ট ২০২২ ১১:৩৪

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০২:৫০

ফাইল ছবি

সিলেটের গোলাপগঞ্জে শ্যালিকাকে (৩০) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ভগ্নিপতির বিরুদ্ধে। এ ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা শালিকাকে জোর করে গর্ভপাত করানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে করা মামলায় সায়েদ আহমদ (৩৫) নামের সেই ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার বাঘা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতার সায়েদ আহমদ উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় গ্রামের মিনর উল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, একমাস আগে বাঘা ইউনিয়নের এক তরুণী তার বোনজামাই সায়েদ আহমদের বিরুদ্ধে ধর্ষণ ও পরবর্তী গর্ভপাতের অভিযোগ এনে নারী ও শিশু আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় এসআই সমিরন চন্দ দেব ও এস আই আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সায়েদ আহমদকে গ্রেফতার করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম মঙঙ্গলবার যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার আসামি সায়েদ আহমদের বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা হয়েছে। গ্রেফতারের পর মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top