কারাগারে আসামির সঙ্গে বাদির বিয়ে

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি হাজতি এক যুবকের সঙ্গে মামলার বাদি তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে।
বর কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার দেওঘর এলাকার মো. শাহেদ মিয়ার ছেলে নাঈম মিয়া (২৩) এবং কনে (১৯) একই এলাকার বাসিন্দা।
উচ্চ আদালতের আদেশে শুক্রবার (২০ মে) বিকেলে বাদি ও আসামিপক্ষের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নূরুন্নবী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ২০২০ সাল থেকে বন্দি রয়েছে হাজতি নাঈম মিয়া। উচ্চ আদালতের নির্দেশে কারাগারের অফিস কক্ষে মামলার বাদি নির্যাতিতা তরুণীর সঙ্গে হাজতি নাঈম মিয়ার বিয়ে সম্পন্ন হয়। এসময় উভয় পক্ষের পরিবারের স্বজন ও আইনজীবীরা উপস্থিতিত ছিলেন।
আরপি/এসআর-০৩
আপনার মূল্যবান মতামত দিন: