রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


দিনাজপুরে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ


প্রকাশিত:
৮ মার্চ ২০২২ ১০:৩২

আপডেট:
৮ মার্চ ২০২২ ১০:৩৮

ছবি: শপথ গ্রহন

দিনাজপুর সদরসহ চারটি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ে দিনাজপুর সদর, বিরল, বীরগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করেন। 

সোমবার (৭ মার্চ) দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ে হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেক মোহাম্মাদ জাকি এবং দিনাজপুর জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত দিনাজপুর সদর, বিরল, বীরগঞ্জ এবং ঘোড়াঘাট চার উপজেলার ২১ টি ইউনিয়ন পরিষদের ২১ জন নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিনাজপুর সদর ৯ টি ইউনিয়ন, বিরল ৬টি ইউনিয়ন, বীরগঞ্জ ২ টি ইউনিয়ন এবং ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিনে চেয়ারম্যান শপথ গ্রহন করেন। 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top