রাজশাহী রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


স্টেশনেই ওয়াগন থেকে গম চুরি


প্রকাশিত:
৩ মার্চ ২০২২ ২১:৫৫

আপডেট:
৩ মার্চ ২০২২ ২২:০২

ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ইয়ার্ডের একটি ওয়াগন থেকে প্রায় তিন টন গম চুরির খবর পাওয়া গেছে। বুধবার (২ মার্চ) ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এসে ওয়াগন খুলে বিষয়টি টের পায়। তবে ওয়াগনটি দেখে তা বোঝার উপায় ছিল না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি খুলনার কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি) থেকে এক হাজার ৩৫০ টন গম সৈয়দপুরে নিয়ে আসা হয়। পরে তা খালাস করে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ইয়ার্ডের ৩০টি ওয়াগনে রাখা হয়েছিল। স্টেশন এলাকাটি নিরাপত্তা বেস্টনি দিয়ে ঘেরা। এছাড়া ১০০ গজের মধ্যে রেলওয়ে (জিআরপি) থানা থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই বিস্ময়কর বলছে রেল কর্তৃপক্ষ।

খালাসের দায়িত্ব থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান সিলভী ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোজাফফর রশিদী রেজা জানান, খালাসের উদ্দেশ্যে ওয়াগনের সিল খুলে দেখা যায় বিশেষ কায়দায় ওয়াগনের নিচের প্লেট ফাঁক করে বস্তা কেটে তিন টন পরিমাণ গম চুরি করা হয়েছে। তবে সিলগালা আগের মতোই থাকাটা অনেকটাই ধোঁয়াশার সৃষ্টি করেছে।

সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক শফিউল ইসলাম জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ মৌখিকভাবে চুরির ঘটনাটি আমাদের অবগত করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত লিখিতভাবে কোনো অভিযোগ করা হয়নি।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top