রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


ঘোড়াঘাটে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২২ ০২:৫১

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৪:৪৮

ছবি: ভোটগ্রহণের লাইন

দিনাজপুরের ঘোড়াঘাট ষষ্ঠ ধাপের ইউনিয়ন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে উৎসব মূখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে।

ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সে জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

উপজেলার বেশ কিছু কেন্দ্রে গিয়ে দেখা যায় সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। প্রতিটি ভোট কেন্দ্রকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ঘোড়াঘাট উপজেলার প্রধান প্রধান সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। প্রতিটি কেন্দ্র আইন শৃঙ্খলা বাহিনীর ২২ জন করে সদস্য মোতায়েন রয়েছে।

ঘোড়াঘাটের ৪ ইউপিতে ইউপি চেয়ারম্যান পদে ২৫ জন এবং ১৬৮ জন ওয়ার্ড মেম্বার প্রাথী এবং ৫৮ জন সংরক্ষিত নারী। ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার তথ্য অনুযায়ী ৬ ষষ্ঠ ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ৩৮ টি ভোট কেন্দ্র ৭৮ হাজার ৫৪৩ জন অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top