ঘোড়াঘাটে দুই নারীর মরদেহ উদ্ধার
-2022-01-20-21-01-18.jpg)
দিনাজপুরের ঘোড়াঘাটে পৃথক দুটি স্থান থেকে ২ নারীর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার ১ নং বুলাকিপুর ইউপির কালুপাড়া ও বৈদর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব।
নিহতরা হলেন, সুজাতা রানী (১৮) কালুপাড়া গ্রামের অন্তর দেব এর স্ত্রী এবং খোতেজা বেগম (৬৫) র্ঋষিঘাট গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী।
বিষয়টি দুটি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, সুজাতা রানীর মরদেহ নিজ ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় । সুজাতা রানী ও অন্তর দেব এর ১ মাস ৩ দিন আগে তার বিবাহ হয়েছে।
অপর জন খোতেজা বেগম পারিবারিক কারণে বিষ পান করে। দুটি ঘটনায় আমরা পৃথক দুটি অপমৃত্যের মামলার প্রস্তুতি চলছে। দুটি পরিবারের পক্ষ থেকেই এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি। আমরা দুটি বিষয়ই গভীর ভাবে ক্ষতিয়ে দেখছি। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর পাঠানো হয়েছে।
আরপি/এসআর-১০
আপনার মূল্যবান মতামত দিন: