রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


ট্রাক চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২১ ০৪:১৯

আপডেট:
২৫ ডিসেম্বর ২০২১ ০৪:২২

ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নিতায়শা পুসকুনিতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতালা নানলু গ্রামের অতুল সরকারের ছেলে সুজন সরকার (২৫)। সে ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শেখালীপাড়া গ্রামের সুবাস চন্দ্র সরকার মামার বাড়ি থাকতেন।

লোকমুখে জানা যায়, ঘোড়াঘাট থেকে রানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন মৃত সুজন সরকার। মৃত সুজন সরকার একটি বাইসাইকেল কে ধাক্কা দিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পরে যায়। পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের চাকা নিচে চলে যায় তৎক্ষণাৎ সেখানে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির পিপিএম (সেবা) জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি মামলা রুজুর প্রস্তুতি চলছে।

 

 

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top