রাজশাহী রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


মাছ কিনতে যাওয়ার পথে নৈশকোচের চাপায় নিহত ২


প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২১ ০২:৪৮

আপডেট:
২০ ডিসেম্বর ২০২১ ০২:৫০

ছবি: সংগৃহীত

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী একটি নৈশকোচের চাপায় বাজারে মাছ কিনতে যাওয়া ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন মাছ ব্যবসায়ী জহুরুল ইসলাম (৩৫) ফুলবাড়ি উপজেলার ভাটপাইল (নয়াপাড়া) গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং ভ্যানচালক সাইদুল ইসলাম (৪৫) একই উপজেলার একই গ্রামের ঝড়ূ মন্ডলের ছেলে।

রবিবার সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌর সীমানা সংলগ্ন টাটকপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, নিহতরা রবিবার সকালে ভ্যানযোগে বিরামপুর শহরে মাছ কিনতে আসছিল। পথে বিরামপুরের টাটকপুর এলাকায় মহাসড়কের ওপর ভ্যানটি উঠা মাত্র ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪০৩) বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ দুইজন নিহত হন।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত এর সত্যতা নিশ্চিত করে জানান, ওই মহাসড়কে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা সম্ভব হয়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top