তালা ভেঙ্গে পাঁচ সরকারি দফতরে চুরির চেষ্টা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৫টি সরকারি দফতরে তালা ভেঙ্গে চুরির চেষ্টা করেছে র্দূবৃত্তরা। গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা হিসাব রক্ষণ অফিস, উপজেলা সমাজ সেবা অফিস, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা বিআরডিবি অফিস ও উপজেলা একটি বাড়ি একটি খামার অফিসের তালা ভেঙ্গে দূর্বৃত্তরা এ চুরির চেষ্টা করে।
ঘটনার পর বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯ টায় প্রতিদিনের ন্যায় স্ব-স্ব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ অফিসে গিয়ে দেখেন, তাদের অফিসের তালা ভেঙ্গে চুরির চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অফিস কক্ষের তালা ভেঙ্গে এ চুরির চেষ্টা করা হয়েছে। তবে অফিস থেকে কোন জিনিসপত্র চুরি হয়নি। এ বিষয়ে ঘোড়াঘাট থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম জানান, এ ঘটনায় দপ্তর গুলোতে কোনো ধরনের চুরি হয়নি। তবে চুরির বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
আরপি/ এমএএইচ-১৮
আপনার মূল্যবান মতামত দিন: