ঘোড়াঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলদের শপথ গ্রহণ

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুর সাত্তার মিলনসহ পৌরসভার সাধারন ও সংরক্ষিত মিলে ৯টি ওয়ার্ডের মোট ১২জন কাউন্সিলর রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে শপথ গ্রহন করেন।
এর আগে গত ২ নভেম্বর ঘোড়াঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শহীনুর রহমান প্রামানিক ফলাফল ঘোষণা করেন এবং বেসরকারি ভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন ।
সোমবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুর সাত্তার মিলনসহ পৌরসভার ৯টি সাধারন ওয়ার্ডের ৯জন কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডের ৩জন নারী কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে ঘোড়াঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুর সাত্তার মিলন বলেন, ২ নভেম্বর পৌরসভার ভোটারগন আমাকে ভালোবেসে ভোটদিয়ে তাদের মেয়র নির্বাচিত করেছে। পৌরবাসী ভোটারদের এ ভালোবাসা অমি কখনও ভুলবো না। পৌরবাসী তাদের সেবা করার যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছে তা যথাযথভাবে পালন করবো।
আরপি/এসআর-০৫
আপনার মূল্যবান মতামত দিন: