পদ্মা সেতুর সড়ক পথে কার্পেটিং শুরু

পদ্মা সেতুর সড়ক পথের পিচ ঢালাইয়ের কাজ (কার্পেটিং) শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা ৪০ মিনিট থেকে এ কাজ শুরু হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব আবু নাসের টিপু এ তথ্য জানান।
তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকাল থেকেই এ কাজ পর্যবেক্ষণ করছেন। এর মাধ্যমে পদ্মা সেতুতে লক্ষ্য অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে।
তিনি জানান, পদ্মা সেতুপথের পিচ ঢালাইয়ের কাজ ৪০ নম্বর খুঁটির কাছে শুরু হয়। চার লেনের সেতুটির মাঝখানে ডিভাইডার দেওয়া রয়েছে। তাই পশ্চিম প্রান্তে এ কার্পেটিং শুরু হচ্ছে।
এর আগে পরীক্ষামূলকভাবে সেতুর ৪০ নম্বর খুঁটির কাছে ৬০ মিটার অংশে কার্পেটিং হয়েছিল। এরপর থেকেই মুন্সীগঞ্জের দিকে কার্পেটিং এগোতে থাকবে। এই কাজকে ঘিরে গেল গত ২০ অক্টোবর পানিপ্রতিরোধী প্রলেপ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, এরইমধ্যে মূল সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে ৯৫ শতাংশ। প্রায় ৮৯ শতাংশ প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে। এদিকে নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে।
সংশ্লিষ্টদের আশা, আগামী বছরের জুন মাসের আগেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী হবে।
আরপি/এসআর-০৯
বিষয়: পদ্মা সেতু ওবায়দুল কাদের কার্পেটিং
আপনার মূল্যবান মতামত দিন: