রাজশাহী শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


কাউনিয়ায় সমবায় দিবসে সম্মাননা স্মারক প্রদান


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ০৬:১৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:২৯

ছবি: প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শনিবার (৬নভেম্বর)সকাল ১০টায় আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ হারাগাছ শাখার সভাপতি আলিমুল রেজা খান জুয়েলের সভাপতিত্বে ও সারোয়ার আলম মুকুলের সঞ্চালনায় উপজেলা টিপু মুনশি অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন,ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম,সহকারী পরিদর্শক রেহেনা পারভীন,কাউনিয়া শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান হুমায়ুন কবির তারা ও আওয়ামী লীগ নেতা জালাল আহম্মেদ ।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান, নিতাই রায়,জহির রায়হান, সাইদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সাইফুল ইসলাম ও জসিম সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

আরপি/ এমএএইচ-১৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top