গাইবান্ধায় কর্মকর্তা-কর্মচারীদের বিদায় ও বরণ করল বিএডিসি
গাইবান্ধা রিজিয়নাধীন কর্মকর্তা-কর্মচারীদের বিদায়, বরণ ও শুদ্ধাচার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি)।
গত বৃহস্পতিবার (৪ অক্টোবর) গাইবান্ধার বিএডিসি সেচ ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে (ক্ষুদ্রসেচ) রিজিয়ন।
অনুষ্ঠানে পাঁচ জন কর্মকর্তা-কর্মচারীকে বিদায়, একজন কর্মকর্তাকে বরণ এবং দুই জন কর্মকর্তা-কর্মচারীকে শুদ্ধাচার পুরষ্কার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএডিসির বগুড়া (সওকা) সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলী এস এম শহীদুল আলম, বিশেষ অতিথি ছিলেন বগুড়া রিজিয়নের নির্বাহী প্রকৌশল (অতিরিক্ত দায়িত্ব) প্রিয়নাথ রায়।
গাইবান্ধা (ক্ষুদ্রসেচ) জোনের সহকারী প্রকৌশলী ইমরুল কায়েস মির্জা কিরণের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা ক্ষুদ্রসেচ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী চিত্তরঞ্জন রায়।
এসময় বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ গাইবান্ধা জেলা শাখা সিবিএ’র পক্ষ থেকে শুভেচ্ছা দেন গাইবান্ধা রিজিয়নের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাইদুল ইসলাম।
অনুষ্ঠানে মুজিব বর্ষ উপলক্ষ্যে বিএডিসি গাইবান্ধা রিজিয়ন কর্তৃক আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী কর্মকর্তা কর্মচারীদের পুরস্কার প্রদান করা হয়।
আরপি/ এমএএইচ-০২
আপনার মূল্যবান মতামত দিন: