রাজশাহী রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


টানা তৃতীয়বারের মতো মেয়র আব্দুস সাত্তার


প্রকাশিত:
৩ নভেম্বর ২০২১ ০৪:৫০

আপডেট:
৩ নভেম্বর ২০২১ ০৯:২০

 নির্বাচিত মেয়র আব্দুস সাত্তার মিলন

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আব্দুস সাত্তার মিলন। তিনি নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪২২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ইউনুস আলী মন্ডল নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৬৮ ভোট। জগ প্রতীকে আবুল কালাম আজাদ ৩ হাজার ৮০৫ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর ) সন্ধ্যায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এই ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনে নারকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার মিলন ৬ হাজার ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, ঘোড়াঘাট পৌরসভায় মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত সাধারণ ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৫৬ জন এবং নারী ভোটার ১০ হাজার ১৯১ জন। এবার প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

আরপি/এমএএইচ-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top