রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ঘোড়াঘাটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময়


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২১ ২৩:২৯

আপডেট:
২৫ অক্টোবর ২০২১ ০০:১৯

ছবি: মতবিনিময়

দিনাজপুরের ঘোড়াঘাটে সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার রানীগঞ্জ সরকারী স্কুল হল রুমে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত ভুট্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল অফিসার (হাকিমপুর-ঘোড়াঘাট) ও অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ঘোড়াঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সদের আলী, ইসমিত চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক সরকার, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক বিদ্যুৎ কুমার সরকার, সাংস্কৃতিক সম্পাদক ডাঃ গোপাল সরকার প্রমূখ।

এসময় প্রধান অতিথি বক্তব্যে রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, বাংলাদেশ আমাদের সবার, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মানুষের মিলিত রক্ত স্রোতে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে রাখতে আমরা বদ্ধপরিকর।

ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, আমাদের থানা এলাকায় এমন ঘটনা যেন কোন দুষ্কৃতিকারীরা ঘটাতে না পারে সে দিকে আমরা সর্বোদায় সচেতন রয়েছি।

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top