ঘোড়াঘাটে ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেলের জম্মদিন পালিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জম্মদিন পালিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে শহীদ শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। রিয়াদুস সালাম রনির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রিয়াদুস সালাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহসান সোহাগ প্রমূখ। এ সময় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-১৬
আপনার মূল্যবান মতামত দিন: