রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


কাউনিয়ায় মাষকলাই বীজ ও সার বিতরণ


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২১ ০৪:১১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২০:০১

ছবি: বীজ ও সার বিতরণ

কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভাসহ ছয় ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে মঙ্গলবার দুপুরে বিনামূল্যে মাষকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীনের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুল আলম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, বালাপাড়া ইউপি সদস্য মমতাজ আলী, সাংবাদিক জহির রায়হান প্রমূখ।

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার হারাগাছ পৌরসভাসহ ছয় ইউনিয়নের ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ৫ কেজি মাষকলাই ডাল বীজ,১০ কেজি ডিএপি,০৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

 

 

আরপি/এসআর-২১



আপনার মূল্যবান মতামত দিন:

Top