কবি নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ময়মনসিংহের ত্রিশালে বেচুতিয়া বেপারী বাড়ি কবি নজরুল জাদুঘর অডিটোরিয়ামে জাতীয় কবি নজরুল ইসলাম-এর ৪৫তম মৃত্যুবাষিকী উপলক্ষে শনিবার দুপুরে আলোচনা সভাও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সাংসদ আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এএন এম শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইন্সটিটিউটের সংগীত প্রশিক্ষক ফয়জুল্লাহ রুমেল।
পাশে দাঁড়াও সামাজিক সংগঠনের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সম্পাদক এস এম শাহিন ইকবালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কবি নজরুল বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রাকিক হোসেন প্রমুখ।
আরপি/এসআর-২৪
আপনার মূল্যবান মতামত দিন: