রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


কাউনিয়ায় করোনার টিকা গ্রহনে বাড়ছে আগ্রহ


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২১ ০০:১৪

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০৮:২৫

ফাইল ছবি

দেশের সকল নাগরিককে করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে মঙ্গলবার থেকে রংপুরের কাউনিয়ায় শুরু হয়েছে গণ-টিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, উপজেলার ৬টি ইউনিয়নে ৩ হাজার ৬শ মানুষকে পরীক্ষামূলক করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকার ২য় ডোজ দেয়া হবে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন গণ টিকা ক্যাম্পে গিয়ে দেখা যায় সধারন মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নেয়ার আগ্রহ ব্যাপক হারে বেড়েছে। তারা লম্বা লাইনে দাড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে হলেও টিকা নিয়ে বাড়ি ফিরছেন। হারাগাছ ইউনিয়নের গণটিকা ক্যাম্পে সার্বক্ষনিক নজরদারি সহ প্রতিটি কেন্দ্রে গিয়ে টিকাদান কর্মসূচি মনিটরিং করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন ।

বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ৬টি ইউনিয়নে খোজ নিয়ে জানাগেছে, বালাপাড়া ইউনিয়নে ৬শ সহ দেড় হাজার মানুষকে করোনা ভাইরাসের গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।

 

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top