রাজশাহী রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


রংপুরে রাতের আধারে সুপারী গাছ কর্তন


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২১ ০৪:০৭

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০০:১৫

ফাইল ছবি

রংপুরের কাউনিয়ায় শত্রুতা করে ২৯টি সুপারীর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর ইটভাটা এলাকার মৃত্যু জিল্লুর রহমানের পুত্র মকবুল হোসেনের বাড়ির সামনে রাস্তার সাথে লাগানো ২৯টি সুপারির গাছ কে বা কাহারা রাতের অন্ধকারে কেটে ফেলে দিয়ে যায়।

গাছের মালিক মোঃ মকবুল হোসেন জানান, আমার সাথে যদি কারো শত্রুতা থেকে থাকে তা হলে আমার ক্ষতি করবে কিন্তু গাছতো কোন ক্ষতি করেনি। বরং গাছ পরিবেশ রক্ষা অর্থনীতিতে ভুমিকা রাখছে। যারা এমন কাজ করেছে আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এব্যাপারে মকবুল হোসেন বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

 

আরপি/এসআর-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top