রাজশাহী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


নানা আয়োজনে কাউনিয়ায় জাতীয় শোক দিবস পালিত


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২১ ২১:১২

আপডেট:
১৬ এপ্রিল ২০২৪ ১৮:১৭

ছবি: পুষ্পমাল্য অর্পণ

কাউনিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুমুর রহমান, রংপুর জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী,মধুপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি সুশান্ত সরকার, সাধারন সম্পাদক আশিকুর রহমান আশিক প্রমুখ। শেষে শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top