গ্যারেজে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

রাজধানী ঢাকার কাকরাইলে একটি গ্যারেজে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ছুটে যান ফায়ার সার্ভিস কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মধ্যরাতে কাকরাইলের গ্যারেজ গলির একটি গ্যারেজে আগুন লাগে। ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিভেন বলেন, ফুলবাড়িয়া সদর দপ্তরের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে আশঙ্কা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
আরপি/আআ
বিষয়: গ্যারেজ ভয়াবহ আগুন ফায়ার সার্ভিস
আপনার মূল্যবান মতামত দিন: