কাউনিয়ায় আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
’ভিকটিমদের কথাই পথ দেখাবো‘ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলার বিদেশ ফেরত মানব পাচারের শিকার ব্যক্তিদের সংগঠন অনির্বাণ যুব সংস্থার পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মেনে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন ও সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩০শে জুলাই) সকালে কাউনিয়া অনির্বাণ যুব সংস্থাদর আয়োজনে USAID ও WINROCK International এর কারিগারি সহয়োগিতায় মানব পাচারের শিকার ব্যক্তিদের স্মরণ ও তাদের অধিকার আদায়ের লক্ষে এই দিবসটি পালিত হয়েছে।
উক্ত মানব বন্ধন ও সাইকেল র্যালি অনুষ্ঠানে অনির্বাণ যুব সংস্থার সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান, বিসি/আইপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ খাইরুল ইসলামসহ অনির্বাণ যুব সংস্থার সকল সদস্যবৃন্দ।
আরপি/এসআর-১৬

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: