রাজশাহী মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১


আবারো রোহিঙ্গা ক্যাম্পে আগুন


প্রকাশিত:
২১ জুলাই ২০২১ ১১:২৫

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩০

কক্সবাজারে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ৩০-৪০টি ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ জুলাই) রাত পৌনে আটটার দিকে বালুখালী শিবিরের ৯ নম্বর ক্যাম্পের বি- ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, দমকল কর্মী ও এপিবিএন সদস্যদের সহযোগিতায় খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এর আগেই ৩০-৪০টির মতো ঘর পুড়ে গেছে। তিনি আরও বলেন, এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে তা জানতে সময় লাগবে।

এর আগে ২২ মার্চ বালুখালী রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয় বলে জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এছাড়াও ওই সময় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত হয় এবং বিদ্যালয় ও খাদ্য সঞ্চয় কেন্দ্রসহ অনেক ভবন আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top